
রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠা করতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।
গতকাল রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত নিয়োগ দেওয়া হলো।
এতে আরো বলা হয়েছে, তিনি বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন এবং অধ্যক্ষ পদে চুক্তির অবসান অথবা সরকারের অভিপ্রায় যা পূর্বে ঘটে সে পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক এ কে এম ইলিয়াস এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষের পাশাপাশি সাত কলেজের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। ফলে সাত কলেজের প্রশাসনিক কাঠামো ও অ্যাকাডেমিক বাস্তবতা সম্পর্কে তিনি অত্যন্ত অভিজ্ঞ। ধারণা করা হচ্ছে, এই অভিজ্ঞতাই তাকে প্রশাসক হিসেবে নির্বাচনের অন্যতম কারণ।
আপনার মতামত লিখুন :