• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ২০, ২০২৫, ১২:৩৬ পিএম
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

রাজধানীতে অজ্ঞান পর্টির তৎপরতা বাড়ছে। গতকাল সোমবার মহাখালী থেকে বলাকা বাসে গুলিস্তানে আসার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক যাত্রী।

অজ্ঞান পার্টির কবলে পড়া ওই বাস যাত্রীর নাম মো. ফাহাদ আহমেদ (২৮)। তিনি একজন ব্যবসায়ী।তার কাছ থেকে অজ্ঞান পার্টির দুর্বৃত্তরা ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। 

 

সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর পাকস্থলী পরিষ্কার করে হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।তিনি কসমেটিকস পণ্যের ব্যবসা করেন।

 

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু বিপ্লব মিয়া বলেন, আমরা দুজনেই ময়মনসিংহে কসমেটিকসের ব্যবসা করি। ঢাকার চকবাজার থেকে পাইকারি কসমেটিকস কেনার জন্য ময়মনসিংহ থেকে বাসে করে প্রথমে মহাখালী বাসস্ট্যান্ডে আসি। পরে প্রভাতী নামে একটি বাসে করে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা হই।এ সময় পাশাপাশি সিট না থাকায় আমার বন্ধু ফাহাদ পেছনের সিটে বসে আর আমি তিন ৪টা সিটের সামনে বসি। পরে পল্টন মোড়ে বাস থেকে নামার জন্য ফাহাদকে ডাকতে গিয়ে দেখি সে সিটের মধ্যে অচেতন হয়ে পড়ে আছে। তখন আমি বুঝতে পারি অজ্ঞান পার্টির কবলে পড়েছে সে।

 

কসমেটিক কেনার জন্য বাসা থেকে ফাহাদ দুই লাখ টাকা নিয়ে বের হয়েছিল জানিয়ে তিনি বলেন, প্রতারক চক্র আমার বন্ধুকে অজ্ঞান করে তার কাছে থাকা ২ লাখ টাকা নিয়ে গেছে। 

পরে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয় জানিয়ে তিনি বলেন, সে এখনো স্বাভাবিক হয়নি।ঈদের আগে দোকানে মাল উঠানোর প্রস্তুতি নিয়ে এখন নিঃস্ব হয়ে গেল। 

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক বলেন, সকালের দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক তাকে মেডিসিন ভবনের ৭০১নং ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। ঘটনার তদন্ত চলছে। 


Side banner
Link copied!