• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুন, সন্তানের পর মায়েরও মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১২:০৭ পিএম
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে আগুন, সন্তানের পর মায়েরও মৃত্যু

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে অগ্নিদগ্ধ হওয়া শিশু তানজিলা (৪) এবং তার মা মানসুরা (৩৫) বেগম মারা গেছেন। রবিবার (১৮ মে) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তানজিলার শরীরের ৬৬ শতাংশ এবং মানসুরার ৬৭ শতাংশ পুড়ে গিয়েছিল। রবিবার বিকেলে তানজিলা এবং রাতে মানসুরার মৃত্যু হয়।এর আগে গত শনিবার আফতাবনগরের বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হয় তানজিলা ও তার পরিবারের চারজন। তারা হলো তানজিলার বাবা দিনমজুর তোফাজ্জল হোসেন (৪৫), মা মানসুরা বেগম (৩৫) এবং বোন তানিশা (১১) ও মিথিলা (৭)। ওই দিনই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


Side banner
Link copied!