• ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

বিশ্বম্ভরপুরে সজনার সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১২:০৯ পিএম
বিশ্বম্ভরপুরে সজনার সেতু ভেঙে যানবাহন চলাচল বন্ধ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সজনার ব্রিজের পশ্চিম পাড়ের (স্টিলের অংশ) অংশ বালুবাহী একটি ট্রাক যাওয়ার সময় ভেঙে গেছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগী গুরুটোড়ো আহত হয়েছেন।

জানা যায়, আজ সোমবার (১৯ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় পর থেকে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সজনা ব্রিজটি ভাঙা অবস্থায় ছিল, তবে দায়িত্বরত কর্তৃপক্ষ মেরামত করে সেতুটি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখে। আজ ভোরে অতিরিক্ত বোঝাই করে বালু নিয়ে ফতেপুর যাওয়ায় জন্য ট্রাকটি সেতুতে উঠলেই দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রাক ড্রাইভার তার সহযোগী গুরুতর আহত হন।

তারা আরো জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল।এলজিইডি সেতুটি মেরামত করলেও ঝুঁকি নিয়েই বিভিন্ন যানবাহন ও মানুষ জন চলাচল করেছে, এখন একবারেই চলাচল বন্ধ হয়ে গেল। জেলা শহরের সঙ্গে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর উপজেলার মানুষ চলাচল করেছে। আজ থেকে চলাচল কঠিন হয়ে গেল।ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, দীর্ঘদিন ধরে মেরামত না করায় দুর্ঘটনাটি হয়েছে।এখন এই সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 


Side banner
Link copied!