• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মাদরাসাশিক্ষকের খুনিদের বিচার দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১২:১০ পিএম
মাদরাসাশিক্ষকের খুনিদের বিচার দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল

মনোহরদীতে পূর্ববিরোধের জেরে মাদরাসাশিক্ষকের হত্যার বিচার দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ সোমবার (১৯ মে) সকাল ১০টায় নিহতের বাড়ি হাফিজপুর থেকে মিছিল নিয়ে মনোহরদী থানায় আসেন শতাধিক নারী-পুরুষ।

জানা যায়, গত শুক্রবার (১৬ মে) দুপুরে আবুল কালামকে (৩২) এলোপাতাড়ি কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে গতকাল রবিবার (১৮ মে) ভোরে তার মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালামের পিতা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহর জমি নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার দুপুরে গাছ থেকে আম সংগ্রহ করতে গিয়ে দুই পক্ষের মাঝে ঝগড়া হয়।একপর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে আউয়াল (৬৫), ছেলে আবু বাক্কার (৪০), আবুল কালাম (৩২) এবং পুত্রবধূ হাবিবা (২৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।

 

মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার জানান, মারামারির ঘটনার দিনই থানায় মামলা হয়েছে। মৃত্যুর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। আমরা ঘটনার দিনই এ মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।


Side banner
Link copied!