• ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা, গ্রেপ্তার ৩


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০১:৪৫ পিএম
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা, গ্রেপ্তার ৩
ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। ছবি : সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তা‌র করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।গ্রেপ্তারদের বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, গ্রেপ্তাররা হলেন- তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)। তারা সবাই বহিরাগত।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। পরে রাত আড়াইটার দিকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তোলেন। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি জানান তারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে কোনো বিশেষ গোষ্ঠীকে সহায়তা করার জন্য নিয়োগ দেওয়া হয়নি।’

গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘সরকারের কাছে আমরা শিগগিরই এই ভিসি ও প্রক্টরকে সরানোর অনুরোধ করছি। তা না হলে আমরা এই ইন্টেরিম সরকারকেই সরাতে বাধ্য হব।’জানা গেছে, নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।


Side banner
Link copied!