• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মনোহরদীতে ট্রলি উল্টে চালক নিহত, আহত ১


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:৪৪ এএম
মনোহরদীতে ট্রলি উল্টে চালক নিহত, আহত ১

নরসিংদীর মনোহরদীতে ইটবোঝাই ট্রলি উল্টে এর চালক রুবেল মিয়া (২২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রলিতে থাকা এক শ্রমিক হৃদয় (২০)।

আজ মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে মনোহরদী বাজার-হাসপাতাল সড়কের চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনের এ দূর্ঘটনা ঘটে।নিহত একই উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুস সোবহানের ছেলে।আহত বেলাব উপজেলার টঙ্গিরটেক গ্রামের আবু তাহেরের ছেলে।

 

স্থানীয়রা জানান, চালক রুবেল ইটবোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদরাসার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উল্টে যায়। এতে চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।এ সময় ট্রলিতে থাকা তিন শ্রমিক লাফিয়ে নামার সময় একজন আহত হন। আহত হৃদয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন।মনোহরদী থানার ওসি আব্দুল জব্বার বলেন, ‘ট্রলিচালকের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।তার স্বজনদের আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


Side banner
Link copied!