• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধন


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ১১:৪০ এএম
মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধন

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে চালু করা হয়েছে হিটস্ট্রোক সেন্টার। চলমান তাপপ্রবাহ মোকাবেলায় হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে ২৫ শয্যাবিশিষ্ট হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধন করা হয় আজ সোমবার। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা বিনা মূল্যে প্রদান করা হবে।

হিটস্ট্রোক সেন্টারের উদ্বোধনকালে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘তাপপ্রবাহ চলাকালে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যাসংখ্যা বাড়ানো যাবে।

এ ছাড়া তিনি উল্লেখ করেন, এই হাসপাতালে দ্বিতীয় তলায় আইসিইউএর ব্যবস্থা রয়েছে। জটিলতা দেখা দিলে রোগীদের  স্থানান্তরের ব্যবস্থা করা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫টি অ্যাম্বুল্যান্স রয়েছে। নাগরিকরা তাদের প্রয়োজনে ফোন করে অ্যাম্বুল্যান্স সেবা গ্রহণ করতে পারবেন বলে জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।

বর্তমানে শহরজুড়ে তাপপ্রবাহ চলছে। যা ঢাকার মতো ইট, কাঠের নগরে চরম মাত্রায় স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে। এ বিষয়টি বিবেচনা করে, চলমান তীব্র দাবদাহ মোকাবেলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানাসমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছে ডিএনসিসি প্রশাসক।   

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জরুরি জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে।হিটস্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে এসংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে পাবে।


Side banner
Link copied!