• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

‘ফিরোজার’ উদ্দেশে খালেদা জিয়া, সড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৬, ২০২৫, ১২:৪৯ পিএম
‘ফিরোজার’ উদ্দেশে খালেদা জিয়া, সড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে যাত্রা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তারা বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, সড়কের একপাশ দিয়ে সাধারণ যানবাহন চলাচল করছে।অন্য লেনে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর যাচ্ছে। সেখানে লাখ লাখ নেতাকর্মী দলীয় পতাকা, ফুল, ব্যানার, ধানের শীশ নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা সড়কে লাইন করে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের বলতে শোনা যায়, দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নানান স্লোগান দিচ্ছেন।বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।


Side banner
Link copied!