• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:৩৫ পিএম
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে রবিউল ইসলাম রনি (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত সোমবার (৫ মে) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। নিহত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।নিহতের স্বজন তানভীর হোসেন জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে প্রাইভেটকারে যাচ্ছিলেন রবিউল ইসলাম রনি।সে সময় ডাকাতরা নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে ড্রাইভিং সিটেই তিনি মারা যান।

 

জানা যায়, রবিউল ইসলাম রনি ২২ বছর ধরে পরিবারসহ দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার নিজের ব্যবসা রয়েছে।শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, 'লোকমুখে ঘটনাটি শুনেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা করছি আমরা। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।'


Side banner
Link copied!