
পাকিস্তানের তিনটি প্রধান বিমানবন্দর, লাহোর, করাচি এবং সিয়ালকোট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনার কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নতুনভাবে জারি করা নোটিস টু এয়ারমেন (নোটাম) অনুযায়ী, বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে এসব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে এবং তা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লাাহোর, করাচি ও সিয়ালকোটের একাধিক আকাশপথ বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ রাখা হয়েছে।
আকাশসীমা সীমিত করার ফলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একাধিক ফ্লাইট প্রভাবিত হয়েছে।
নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে মদিনা থেকে লাহোরগামী একটি ফ্লাইট করাচিতে অবতরণ করতে বাধ্য হয়েছে। অন্যদিকে, মুলতান থেকে লাহোরগামী আরেকটি ফ্লাইটও করাচিতে পাঠানো হয়।
অপর একটি ফ্লাইটের লাহোরে সকাল ৪টা ১৫ মিনিটে অবতরণের কথা ছিল, কিন্তু আকাশসীমা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার স্বার্থে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলেছে। এছাড়া, যাত্রাপথের সবশেষ পরিস্থিতি জানতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে বুধবার পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এক বিবৃতিতে দেশীয় ও আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেছিল যে, দেশের সব বিমানবন্দর পুরোপুরি কার্যকর রয়েছে এবং জাতীয় আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য নিরাপদ।
আপনার মতামত লিখুন :