
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছাইদুর রহমান শাহীন মোড়লকে (৫০) আটক করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে গোসিংগা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে পুলিশ তাকে আটক করে।
ছাইদুর রহমান শাহীন গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।স্থানীয় বাসিন্দারা জানায়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাইদুর রহমান গা-ঢাকা দিয়েছিলেন।এর মাস খানেক পর থেকে মাঝেমধ্যে সুযোগ বুঝে ইউনিয়ন পরিষদে গিয়ে স্বল্পসময় অফিস করতেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘আজ দুপুরে ছাইদুর রহমান ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থান করছেন জেনে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা দেখা হচ্ছে।’
আপনার মতামত লিখুন :