• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নামাজ পড়তে উঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারীর মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:৪৪ পিএম
নামাজ পড়তে উঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারীর মৃত্যু

নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে তাহেরা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (৭ মে) ভোররাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাহেরা একই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরা বেগমের দুই ছেলে ও এক মেয়ে।তিনি বড় ছেলে তারেকের সঙ্গে একই বাসায় বসবাস করে আসছেন। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার (৬ মে) রাতে তিনি তার শয়নকক্ষে ঘুমিয়ে যান। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন তার বড় ছেলে তারেক। শেষ রাতের দিকে দুর্বৃত্তরা ভবনের অ্যাডজাস্ট ফ্যান খুলে ঘরের ভেতরে প্রবেশ করে।ওই সময় তাহেরা তাহাজ্জুতের নামাজ পড়তে উঠলে তাদের মুখোমুখি হন।

 

একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকে, কাঁধে ও গলায় ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে তার গোঙ্গানির শব্দ শুনে ঘুম থেকে উঠে তারেক তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তিনি তার মাকে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, 'ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ভবনের অ্যাডজাস্ট ফ্যান খুলে ঘরে ঢুকে। ওই নারী তাদের মুখোমুখি হয়ে গেলে তাকে বুকে, কাঁধে ছুরিকাঘাত করে জখম করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

তিনি আরো বলেন, 'নিহতের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।'


Side banner
Link copied!