• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ভারতের ২১ বিমানবন্দর ১০ মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: মে ৮, ২০২৫, ১২:৫৮ পিএম
ভারতের ২১ বিমানবন্দর ১০ মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ

পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার মধ্যে ভারতের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২১টি বিমানবন্দর আগামী ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনায় এই বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যদিও এখনো ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

প্রকাশিত নোটিশ টু এয়ারম্যান (NOTAM) অনুযায়ী, যেসব বিমানবন্দরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে, তার মধ্যে রয়েছে:

জম্মু ও কাশ্মীর: জম্মু, শ্রীনগর

লাদাখ: লেহ

পাঞ্জাব: অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা

হিমাচল প্রদেশ: শিমলা, ধরমশালা

রাজস্থান: যোধপুর, বিকানের, জয়সলমের, কিশনগড়

গুজরাট: ভূজ, জামনগর, রাজকোট, মুন্দ্রা, পোরবন্দর, কান্ডলা, কেশোদ

অতিরিক্ত: গোয়ালিয়র ও হিন্দন বিমানবন্দরেও ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে

ভারতের প্রধান বিমান সংস্থাগুলো এক্স (সাবেক টুইটার)-এর মাধ্যমে যাত্রীদের সতর্কবার্তা দিয়েছে। তারা জানায়, পাকিস্তানে ভারতের বিমান হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বহু যাত্রীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা বাড়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে আঞ্চলিক বিমান চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। যদিও এটি কতদিন স্থায়ী হবে, তা নির্ভর করছে সামরিক ও কূটনৈতিক পরিস্থিতির ওপর।


Side banner
Link copied!