
খুলনায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ ৩ জনকে অস্ত্র ও গান পাউডারসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গতকাল মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর দেবাশীষ।গ্রেপ্তাররা হলেন- কালা তুহিন, আহসান ও হাবিব।তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গেছে।
মেজর দেবাশীষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল পুলিশকে সঙ্গে নিয়ে চক্রাখালী বাজারের পাশে নীরব একটি স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলেও যৌথবাহিনীর তৎপরতায় ৩ জনকে আটক করা সম্ভব হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারদের কাছ থেকে একটি রিভলবার, একটি ওয়ানশুটার গান, ১৭ বোতল বিদেশি মদ, দেড় কেজি গান পাউডার, রামদা, চাপাতি, বেশ কিছু দেশীয় অস্ত্র, দুটি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।তাদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান।
আপনার মতামত লিখুন :