• ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, প্রাণ হারালেন ভাঙারি ব্যবসায়ীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০২:০৪ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, প্রাণ হারালেন ভাঙারি ব্যবসায়ীর

ময়মনসিংহের মুক্তাগাছায় চায়ের দোকানে ঢুকে পড়া ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন সাইদুল নামে এক ব্যবসায়ী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সোহেল নামে এক যুবক।

রবিবার (১১ মে) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুল।

নিহতের স্বজনরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়থুরা এলাকায় সড়কের পাশে চায়ের দোকানে চা পান করছিলেন সাইদুল ও সোহেল।এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে পড়ে।

 

এতে ওই দুই ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান সাইদুল।নিহত সাইদুল ভাঙারি ব্যবসা করতেন।

 

মুক্তাগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) রিপন গোপ জানান, এ ঘটনায় চালক ও সহকারীকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে।


Side banner
Link copied!