• ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মতলব জগন্নাথ দেব মন্দিরের জায়গায় দোকান নির্মান! ভক্তদের মাঝে ক্ষোভ


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৮:২৪ পিএম
মতলব জগন্নাথ দেব মন্দিরের জায়গায় দোকান নির্মান! ভক্তদের মাঝে ক্ষোভ

মতলব জগন্নাথ দেব মন্দিরের রথটানের জায়গায় নিয়ম বহিভূত ভাবে দোকান ঘর নির্মান করেন বর্তমান কমিটির সভাপতি শংকর রাও নাগ ও সাধারন সম্পাদক চন্দন সাহা । এ নিয়ে মন্দিরের ভক্তদের মাঝে ক্ষোভ বিরজ করছে । 

সরজমিনে দেখা যায় শ্রীশ্রী  জগন্নাথ দেব মন্দিরের উত্তর পাশে বাউন্ডারী ওয়ালের ভিতরে একটি দুই সাটার সাইজের দোকান নির্মান করেন কমিটি সভাপতি ও সাধারন সম্পাদক । ঘর তোলার বিষয়টি কমিটির অনেক সদস্যই জানেনা ।

উপজেলা যুবঐক্য পরিষদের সদস্য সচিব চন্দন বিশ্বাষ বলেন মন্দির কমিটি দির্ঘদিন যাবত মন্দিরের আয় ব্যায়ের হিসাব দিচ্ছে না । এমনকি মন্দিরের দোকান ভাড়ার বিষয়েও নিরব ভুমিকা পালন করে আসছে । সাধারন সভা ছাড়া এখন আবার রথেটানের জায়গায় দোকান নির্মান করে কি ভাবে । দ্রত সময়ের মধ্যে সাধারন সভা আহবান করতে কমিটির কাছে দাবী জানাচ্ছি । 

মন্দিরের একাধিক ভক্তরা জানান সাধারন সভা ছাড়া নিয়ম বহিভূত ভাবে জগন্নাথ দেবের রথটান দেওয়ার স্থানে এ ঘর নির্মান মোটেও ঠিক হয়নি । এতে করে রঘটান দিতে ব্যাঘাত ঘটবে ।  এছাড়াও এই কমিটি মন্দিরের হিসাব এখন পর্যন্ত দেয়নি।তারা আরো বলেন মন্দিরের আয়ের জন্য দেয়াল ভেংগে উত্তর মূখি সারিবদ্ধভাবে দোকান নির্মান করলে ভাল হতো । 

মন্দির কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার ঘোষ বলেন এই জায়গায় বিভিন্ন ভাবে অত্যাচার করে তাই জায়গাটি সেইফ করতে আমরা এ ঘর তেলেছি । 

মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ বলেন যে স্থানে দোকান নির্মান করা হয়েছে ওই জায়গায় ময়লা  আবর্জনা ফেলে বলেই এই ঘর তোলা হয়েছে।চলবে .........
 


Side banner
Link copied!