• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৩:১৪ পিএম
লন্ডনে তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৯ এপ্রিল) দলটির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাৎকালে সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে তারা দলের সাংগঠনিক কার্যক্রম, প্রবাসে দলের অবস্থান ও আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তারেক রহমান সিঙ্গাপুর বিএনপির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


Side banner
Link copied!