• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০১:৩২ পিএম
আমিরাতে লটারি জিতে একসঙ্গে ভাগ্য খুলে গেল দুই বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতে হারুন সরদার নূর নবি ও মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবি নামে দুই প্রবাসী বাংলাদেশির ভাগ্য একসঙ্গে খুলে গেছে। তারা বিগ টিকিট লটারিতে বড় ধরনের পুরস্কার জিতেছেন।

এর মধ্যে, ৪৪ বছর বয়সী হারুন সরদার জিতেছেন দুই কোটি দিরহামের (প্রায় ৬৬ কোটি টাকা) গ্র্যান্ড জ্যাকপট, আর ৪৩ বছর বয়সী সাইফুল ইসলাম জিতেছেন ‘স্বপ্নের গাড়ি’ রেঞ্জ রোভার ভেলার।

উভয়ই বাস করেন শারজাহে। হারুন ২০০৯ সাল থেকে লটারি কিনে আসছিলেন, অবশেষে ১৫ বছর পর ভাগ্য খুললো এই ট্যাক্সি চালকের। পুরস্কার জেতার খবর শুনে তিনি হতবিহ্বল হয়ে পড়েন। অনুষ্ঠানের উপস্থাপক যখন ফোন করে পুরস্কারের বিষয় নিশ্চিত করেন, তখন হারুন শুধু “ওকে… ওকে” বলতে পারছিলেন।

অন্যদিকে, সাইফুল ২৫ বছর ধরে আমিরাতে রয়েছেন এবং একটি স্পেয়ার পার্টসের দোকানে কাজ করেন। দীর্ঘদিন ধরে তিনি ১০ সদস্যের দলের হয়ে লটারি কিনে আসছিলেন, তবে এবার ড্রিম কার সিরিজে একাই অংশ নিয়ে রেঞ্জ রোভার জিতে নেন।

সাইফুল বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না! গাড়ি নিয়ে কী করব তা এখনও ঠিক জানি না। তবে জানি—এটা আমার ভাগ্যে লেখা ছিল।”

এই বিজয় তাদের জীবনে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে এবং প্রবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।


Side banner
Link copied!