
বগুড়ার শেরপুর উপজেলার রাজবাড়ী গ্রামে একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় মূর্তি বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, উদ্ধারকৃত মূর্তিটির প্রকৃত মূল্য ও ধরণ পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী গ্রামের মৃত কিয়ামের ছেলে ফরিদ মিয়া (৩৫), রইচ উদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ (৪০), এবং ছালেম মিয়ার ছেলে নাছিম মিয়া (৩২)।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার শাহ বন্দেগি ইউনিয়নের রাজবাড়ী গ্রামের চন্ডিপুকুর পাড়ে মূর্তিটি প্রথম দেখতে পান স্থানীয় খোট্টাপাড়ার এক শিশু, শরিফ। খেলার সময় হঠাৎ করে সে মূর্তিটির অংশ দেখতে পায়। পরবর্তীতে শরিফের পরিবারের সদস্যরা মূর্তিটি গোপন রাখার চেষ্টা করেন।
এ সময় গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি মূর্তিটি বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়ে নিজেদের হেফাজতে নেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ-বন্দেগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ জানান, "র্যাব-১২ বগুড়া মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছে। এটি কষ্টিপাথরের তৈরি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষার পর সঠিক তথ্য জানা যাবে।"
ওসি শফিকুল ইসলাম বলেন, “আমরা লোকমুখে শুনেছি র্যাব একটি মূর্তি উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
আপনার মতামত লিখুন :