
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর যমুনার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জুলাই মঞ্চ। শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে এনসিপির (ন্যাশনাল কনসেনসাস পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল যমুনার দিকে অগ্রসর হয় এবং যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে মঞ্চ ঘিরে অবস্থান নেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে যমুনা সংলগ্ন এলাকা। ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘চব্বিশের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন নানা স্লোগানে আন্দোলনকারীরা তাদের অবস্থান জানান দেন।
জানা গেছে, বিক্ষোভকারীরা মঞ্চের সামনেই জুমার নামাজ আদায় করবেন। এদিকে নিরাপত্তার স্বার্থে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদ অভিমুখী সড়কে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে, ফলে ঐ পথে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন একটি মিছিল নিয়ে যমুনার সামনে উপস্থিত হন। তাদের সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দল ও সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে যোগ দেন। হেফাজতে ইসলাম, এবি পার্টি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
রাত ২টার দিকে আন্দোলনের উত্তাপ আরও বাড়ে। মাইকে স্লোগান ধরেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। চারদিকে ছড়িয়ে পড়ে স্লোগান—‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’।
আন্দোলনের আয়োজকরা জানিয়েছে, তাদের এ কর্মসূচি চলমান থাকবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মঞ্চ ত্যাগ করবেন না।
আপনার মতামত লিখুন :