
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ কারিগরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বুধবার সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে ফের মালয়েশিয়ার শ্রমবাজার চালু করা এবং গত বছর শেষ মুহূর্তে আটকে যাওয়া কর্মীদের যাওয়া নিশ্চিত করা নিয়েই মূলত আলোচনা হবে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে, আজ ও কাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য বৈঠকে প্রথমত শ্রমবাজারটি চালু করার বিষয় নিয়েই আলোচনা হবে।এর পাশাপাশি গত বছরের ৩১ মে যেসব কর্মী যেতে পারেননি তাঁদের কিভাবে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো যায় সে বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া কর্মীদের সুবিধা-অসুবিধা এবং যাঁরা অবৈধভাবে রয়েছেন, তাঁদের বৈধ করার বিষয় নিয়েও আলোচনা হবে।
সূত্র আরো বলছে, যৌথ কারিগরি কমিটির এই বৈঠকে কর্মী পাঠানোর প্রক্রিয়া, এজেন্সি নির্বাচন ও অভিবাসন ব্যয়সংক্রান্ত বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশ প্রস্তাব দেবে, যেন সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বর্তমান সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এজেন্সি বাছাইয়ের পূর্ণ ক্ষমতা রয়েছে মালয়েশিয়া সরকারের হাতে। এই স্মারকের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত রয়েছে। তাই আমাদের পক্ষ থেকে নতুন করে চুক্তি না করেই বিদ্যমান স্মারকের কিছু ধারা সংশোধনের প্রস্তাব দেওয়া হবে।’
খোঁজ নিয়ে জানা যায়, দুই দিনের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।এ ছাড়া দুই দেশের পক্ষ থেকেই বৈঠকে ১৫ জন কর্মকর্তা উপস্থিত থাকবেন। বৈঠক উপলক্ষে মালয়েশিয়ার প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করছে।
আপনার মতামত লিখুন :