
সচিবালয়ে রাস্তা আটকে চাকরিচ্যতির প্রতিবাদ করেছে সচিবালয় সংযুক্ত কর্মকর্তা- কর্মচারী পরিষদ। তদন্ত ছাড়াই চাকরিচ্যুতির প্রতিবাদে শনিবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারা সচিবালয়ের রাস্তা আটকে প্রতিবাদ সমাবেশ করেন। এরপর কিছুক্ষণ সেখানে অবস্থানের পর তারা চলে যান।
তবে কর্মকর্তা- কর্মচারী পরিষদের নেতাকর্মীরা চলে যাওয়ার কিছুক্ষণ পর অন্য আরেকটি গ্রুপ মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশ করে। তারা তাদের মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিকে চলে যান।
এদিকে আগামী ৩১ মে-এর মধ্যে সচিবালয় থেকে ফ্যাসিবাদের সকল দোসরকে অপসারণ না করলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী ৮০টি সংগঠনের ঐকবদ্ধ প্লাটফর্ম ‘জুলাই ঐক্য’।গত বৃহস্পতিবার রাত ১১টায় ‘জুলাইয়ের রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির মধ্যে ফাটল তৈরি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ র্যালি ও বিক্ষোভ সমাবেশ’ থেকে এ হুঁশিয়ারি দেন তারা।
আপনার মতামত লিখুন :