 
           
 
   
           রাজধানীর রামপুরা থানাধীন তালতলা এলাকার আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সূত্র ধরে কফি হাউসের শুভ সূত্রধরকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে ঢাকার খিলগাঁও তালতলা আপন কফি হাউসের সামনে একজন নারীকে পিটিয়ে জখম করতে দেখা যায়।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঘটনার সঙ্গে জড়িত ‘আপন কফি শপ’-এর স্টাফ শুভ সূত্রধরকে আজ বিকেল ৪ ঘটিকায় রামপুরা থানা পুলিশ কর্তৃক আটক করা হয়েছে।
জানা যায়, ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। ওই তরুণীর খোঁজ করছে পুলিশ।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, রাজধানীর রামপুরা থানাধীন তালতলায় আপন কফি হাউসের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউসে প্রায়ই এসে ডিস্টার্ব করতেন। তিনি ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।ওসি বলেন, ‘আমরা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
    -20251028072532.jpg) 
     
    -20251028071207.jpg) 
     
    -20251028070115.jpg) 
    -20251028053353.jpg) 
    -20251028052608.jpg) 
    -20251028052038.jpg) 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
আপনার মতামত লিখুন :