• ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সাগর-রুনি হত্যা মামলা: ১২১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:২৭ পিএম
সাগর-রুনি হত্যা মামলা: ১২১ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত নতুন করে আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন। এ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১২১ বার পিছিয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক মামলার তদন্ত শুরু করলেও চার দিনের মাথায় তা ডিবির কাছে হস্তান্তর করা হয়। দুই মাসের বেশি সময় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হওয়ার পর ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে দেওয়া হয়। এরপর থেকে প্রতিবেদন দাখিলের তারিখ ধারাবাহিকভাবে পেছানো হচ্ছে।

মামলার আসামির মধ্যে রয়েছেন—রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম অরুন, আবু সাঈদ, নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল, এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। এর মধ্যে তানভীর ও পলাশ জামিনে থাকলেও বাকিরা এখনো কারাগারে আছেন।


Side banner
Link copied!