টাঙ্গাইলে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশ আজ উন্নয়নের মহাসাগরে। আওয়ামী লীগ কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। মানুষের ভোটে নির্বাচিত হবে না বিধায় বিএনপি ভোটে আসতে ভয় পায়।
আজ শনিবার (২৭ মে) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, আওয়ামী লীগ কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোনো পদ্ধতিতে ক্ষমতায় যায়নি। গাজীপুরে যে নির্বাচন হয়ে গেল, এটা গণতন্ত্রের বিজয়।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আজ দৃশ্যমান। বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। কৃষি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সকল ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বকে পথ দেখাচ্ছে। সেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা।
দীপু মনি বলেন, বর্তমান তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তরুণদের দায়িত্ব আগামী দিনের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা। এজন্য আমাদের গড়ে তুলতে হবে ইস্পাত কঠোর ঐক্য। প্রতিটি এলাকায়, প্রতিটি নির্বাচনী এলাকায় গণমানুষের কাছে আমরা যেন শেখ হাসিনার কথাগুলো পৌঁছে দিতে পারি। প্রতিটি ভোটারের কাছে উন্নয়নের কথা এবং শান্তির বার্তা পৌঁছে দিতে পারি। 
তিনি বলেন, যে অপশক্তি পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যে অপশক্তি ২০০৪ সালের আগস্টে গ্রেনেড হামলা করে আইভী রহমানসহ ২৪ জনকে হত্যা করেছে এবং যে অপশক্তি ২০১৩ সালে অগ্নিসন্ত্রাস চালিয়েছে তারা আবারও দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়। নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা জানে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তার মধ্যে দিয়ে তাদের ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তারা কোনো দিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায়নি। তারা সব সময়ই পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে ক্ষমতায় গেছে।
সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, টাঙ্গাইল জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা।
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
আপনার মতামত লিখুন :