
প্রথম স্পেলে দুই উইকেট নিয়েছিলেন তাসকিন। বিরতির পর দ্বিতীয় স্পেল করতে এসেই উইকেট পেলেন তিনি। ১২তম ওভারের দ্বিতীয় বলে রেজিস চাকাভাকে কট বিহাইন্ড করে নিজের তৃতীয় উইকেট নিলেন। একই সঙ্গে শন উইলিয়ামস-চাকাভার ৩৪ রানের জুটিটাও ভাঙলেন বাংলাদেশের এই পেসার। এমনকি এই ওভারে কোনো রানও দেননি। ১২ ওভার শেষে ৫ উইকেটে ৬৯ রান জিম্বাবুয়ের।
এর আগে, দুই ওপেনারকে আউপ করে জিম্বাবুয়েকে চাপে ফেলে দিয়েছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। দলের আরেক পেসার মোস্তাফিজুর রহমানও বোলিংয়ে এসেই নেন জোড়া উইকেট।
টসে জিতে ব্যাট করতে নেমে স্লগ ওভারের শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৬ তম ওভারে ১৭ রান নিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০ রান করতে পেরেছে মাত্র ।৩ উইকেটই হারিয়েছে শেষ ওভারে। স্লগ ওভারে এমন ব্যাটিং মানানসই নয়। শেষদিকে রান তোলাতে একদম ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫০ রান করল বাংলাদেশ। পুরো ইনিংসে বাংলাদেশ ডট খেলেছে ৩৪ বল। ৭১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার শান্ত। দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।
আপনার মতামত লিখুন :