
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার টাইগ্রেসদের সামনে ওয়ানডের মিশন। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সফরকারীরা ১৫১ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে। আজ সিরিজ বাঁচানোর দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করতে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা।
আজ (৭ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। তবে ছন্দ ধরে রাখতে পারেননি তারা। দলীয় ২১ রানে মুর্শিদা (১২ রান) ও ৪৩ রানে সাজঘরে ফেরেন তিনে নামা সোবহানা মোস্তারি (১৬ রান)।তৃতীয় উইকেটে ফারজানা হকের সঙ্গে দলের হাল ধরেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। ৮৮ বলে ব্যক্তিগত ৪০ রানে ভুল বোঝাবুঝিতে রান-আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন ফারজানা। এ টপ-অর্ডার ব্যাটার ফিরলেও একপ্রান্ত আগলে রেখে রানের গতি সচল রাখেন জ্যোতি। তবে প্রত্যাশা অনুযায়ী তাকে সঙ্গ দিতে পারেননি সতীর্থরা।বেশ সাবধানী ব্যাটিংয়ে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন বাংলাদেশ দলের অধিনায়ক। বিদায় নেওয়ার আগে ১০৪ বলে তিন বাউন্ডারিতে খেলেন ৫৪ রানের ইনিংস।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি দাঁড় করায় লাল-সবুজেরা।
আপনার মতামত লিখুন :