 
           
 
  -20240813091508.jpg) 
           
           শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে বাংলাদেশ ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। সেই হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। ফলে কেউ কেউ নিজেই পদত্যাগ করছেন এবং কেউ কেউ চাপের মুখে নিজ পদ থেকে সরে যাচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাই নতুন করে সাজানোর দাবি করেছেন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীরা।
বিসিবির সব পরিচালকের পদত্যাগ চেয়ে আজ কার্যালয়টির বাইরে প্রতিবাদ সভা ও মানবন্ধন করেছেন প্রায় এক হাজার সমর্থক। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ সংগঠনের ব্যানারে লেখা ছিল,গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন। প্রতিবাদ ও মানববন্ধন সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ক্রীড়া সম্পাদক ও সাবেক গোলরক্ষক আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। মানববন্ধন শেষে আমিনুলের নেতৃত্বে পরে কয়েকজন সংগঠনক বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ করেন।এর আগেও গত ৬ আগষ্টও বিসিবিতে যোগ্য সংগঠকদের দাবিতে সংগঠকরা মানবন্ধন করেছিল।
-20251031162243.jpg) 
    -20251031161832.jpg) 
    -20251031161223.jpg) 
    -20251031160534.jpg) 
    -20251031124024.jpg) 
    -20251031122656.jpg) 
    -20251031122414.jpg) 
    -20251031122141.jpg) 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
আপনার মতামত লিখুন :