• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৪:১৪ পিএম
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

শারজায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। প্রথম ম্যাচে টস হেরে  আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।

আজ বুধবার ( ৬ নভেম্বর) প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান। সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।


অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতে দারুণ আত্নবিশ্বাসী আফগানিস্তান। 
সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। সিরিজের তিনটি ম্যাচই হবে এই ভেন্যুতে।  

বাংলাদেশ একাদশ : জাকির হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।


আফগানিস্তান একাদশ :রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ গাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোতে ও ফজলহক ফারুকি।


Side banner
Link copied!