• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৩ সদস্য আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ২০, ২০২২, ১০:৪৫ পিএম
প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৩ সদস্য আটক
প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৩ সদস্য আটক

রাজবাড়ীতে বিশেষ ডিভাইসসহ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতাসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ মে) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটকরা হলেন- মূলহোতা মাঈনুল ইসলাম হাওলাদার (৪২), খামারবাড়ি সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহীম হোসেন (৩৪), রাজবাড়ী সরকারি কলেজ চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাগর আহম্মেদ (২৮), মোবাইল ব‌্যবসায়ী বিজয় বালা (৩২), কালুখালী উপজেলা ফ‌্যামেলি প্লানিং কর্মকর্তা রেজাউল করিম (৩০), এনজিও কর্মকর্তা আবু ছালমান (৩০), কালিকাপুরের মৃত আমেদ আলী মণ্ডলের ছেলে মুনছুর মণ্ডল (৪০), কালুখালী আরপাড়া সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক রুমান হাসান রনি (৩৬), কালিকাপুরের মুনছুর মণ্ডলের মেয়ে ফরিদা বেগম (২৮), শরীয়তপুর কৃষি ব‌্যাংক কর্মকর্তা রুবেল মাহমুদ (৩৫), মানিকগঞ্জ চর কালীকাপুর মাদরাসার জুনিয়র শিক্ষক মিজানুর রহমান (৪৩), কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল হক হাওলাদার (৪০), ওই বিদ্যালয়েরে সহকারী শিক্ষক মো. হারুন সরদার (৪৪)।প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ভবানীপুর এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা পটুয়াখালী মির্জাপুর উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মাঈনুল ইসলাম হাওলাদারসহ ১৩ জনকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ২০টি মোবাইল, দুটি মাস্টার কার্ড সাদৃশ‌্য ডিভাইস ও দুটি হ্যাডফোন আঁড়িপাতা ডিভাইসের ছয়টি ছোট ব‌্যাটারি, একটি পুরোনো মডেম, নগদ ১০ হাজার টাকা, সাদা কাগজে হাতে লেখা পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্রের ফটোকপি, পরীক্ষার প্রশ্নপত্রের ফটোকপি, বিভিন্ন গাইড বই উদ্ধার করা হয়।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, মঈনউদ্দিন চৌধুরী ও নওরজ, ডিআইওয়ান সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!