
দুর্নীতিগ্রস্ত সরকারি অফিসগুলোর মধ্যে অন্যতম হলো ভূমি অফিস। ভূমি অফিসগুলোতে দুর্নীতি ও হয়রানির যেন সীমা পরিসীমা নেই। ঘুষ ছাড়া সেবা পাওয়া মুশকিল। দুর্নীতিবাজ ঘুষখোর কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্রের দৌরাত্তে সেবা প্রার্থীরা রীতিমত অসহায়। ভূমি অফিসে ঘুষ ছাড়া কোন কাজ সম্পাদন করেছে কেউ, এমন খবর শোনা যায় খুব কমই। যার প্রতিফলন পাওয়া গেছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসে। সে খানে দুর্নীতি চলছে প্রকাশ্যে। এই ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। তার দপ্তরে ঘুষ ছাড়া কোন কাজ হয় না। এছাড়া তার রয়েছে নিজস্ব দালাল সিন্ডিকেট। সরেজমিনে জানা গেছে, ভূমি অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তোলা সহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অনৈতিকভাবে বাড়তি টাকা নেয়া হচ্ছে। চুক্তির টাকা ছাড়া কোনো ফাইলই নড়ে না। তার দুর্নীতির কারণে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। কর্মকর্তা নজরুল ইসলামের সাথে বিভিন্ন মহলের যথেষ্ট ভাব রয়েছে। ফলে বিভিন্ন মহলকে ম্যানেজ করে তাদের ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন তিনি দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ জনগণ ও নিরীহ মানুষের নিকট হতে। নাম নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবা প্রার্থীরা বলেন,শুধু মুড়াপাড়া ভূমি অফিসেই নয়, এই ঘুষখোর কর্মকর্তা তাঁর চাকরি জীবনে যত ভূমি অফিসে বদলি হয়েছেন, প্রতিটি ভূমি অফিসে তিনি এভাবে ইচ্ছামত দুর্নীতি করে চলেছেন। আবার বছরের পর বছর একই অফিসে চাকরি করে অবৈধ ভাবে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। অভিযুক্ত ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম এর মুঠো ফোন একাধিক বার ফোন করেও তার কোন সদ উত্তর পওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :