• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে হেলমেট বিহীন মটর বাইক চালকদের উপর ভ্রাম্যমান অভিযান


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ১১:৫৬ এএম
শরীয়তপুরে হেলমেট বিহীন মটর বাইক চালকদের উপর ভ্রাম্যমান অভিযান
ছবি: সংগৃহীত

বর্তমানে সড়কপথে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। তথ্যসূত্রে জানা গেছে সড়কপথে যেসব যানবাহন গুলি সড়ক দুর্ঘটনায় কবলিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে মোটরবাইক। মোটরবাইক সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে অতিরিক্ত গতি, অপ্রাপ্তবয়স্ক, হেলমেট বিহীন এবং মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো। শরীয়তপুরে সড়ক পথে সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য শরীয়তপুর জেলা প্রশাসক এর নির্দেশক্রমে শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোঃ নিজাম এর সহযোগিতায় যানবাহনের উপর ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শরীয়তপুর সদর কোর্ট সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করেন। সড়কপথে যানবাহনের উপর ভ্রাম্যমান অভিযান পরিচালনার সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র হেলমেট বিহীন ৯ জন মোটর বাইক চালককে ডিসিআর জরিমানা আদায় রশিদের মাধ্যমে ছয় হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালে নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন, সড়কপথে সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য জেলা প্রশাসকের নির্দেশক্রমে ভ্রাম্যমান অভিযান চালাচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মোটর বাইক চালকদের কে উদ্দেশ্য করে বলেন আপনারা হেলমেট বিহীন গাড়ি চালাবেন না, বেপরোয়া ভাবে গাড়ি চালাবেন না, লাইসেন্স বিহীন এবং মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাবেন না। মনে রাখবেন আপনার জীবনের সাথে আপনার পুরো একটি পরিবার জড়িত।

 


Side banner
Link copied!