• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবিতে দোল পূর্ণীমা ও রঙ খেলা উৎসব


FavIcon
অলংকার গুপ্তা, হাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০১:০২ পিএম
হাবিপ্রবিতে দোল পূর্ণীমা ও রঙ খেলা উৎসব
ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলাম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘দোল পূর্ণিমা’ পালিত হয়েছে। 

দিনটি উপলক্ষে মঙ্গলবার (৭ই মার্চ) হাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদ কতৃক আয়োজিত হয় বর্ণাঢ্য র‌্যালি যা সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে এসে শেষ হয়। এছাড়ায় উৎসব উপলক্ষে এ দিন পূজা অর্চনা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একে অপরকে আবিরের রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন এতে আবিরের রঙে রঙিন হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়ের চারপাশ। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দোল উৎসবে মেতে উঠেছিলো।

 


Side banner
Link copied!