
মাহে রমজানের পবিত্রতা রক্ষাসহ সকাল প্রকার অশ্লীলতা বন্ধ এবং নিত্যপণ্যের উর্ধ্বগতি রোধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে দিনাজপুরের ফুলবাড়ী শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরে বের করা হয়।
মিছিল শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, দিনাজপুর দক্ষিণ শাখার যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তুহিন, ফুলবাড়ী শাখা যুব আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল মালেক প্রমুখ। এতে বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :