 
           
 
   
           ময়মনসিংহের গৌরীপুরে সোমবার সকাল ৯টায়
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে
বিজয় ৭১(স্মৃতিসৌধে) পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভা নিলুফার আনজুম পপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোমনাথ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি নাজিম উদ্দিন আহমেদ। এছাড়াও এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক ম.নূরুল ইসলাম । উপস্থিত ছিলেন এড. জসিম উদ্দিন, মহিলা আওয়ামীলীগের নেতৃ রাবেয়া ইসলাম ডলি, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
 
     
     
     
     
     
     
     
     
     
     
    -20251028072532.jpg) 
     
    -20251028071207.jpg) 
     
    -20251028070115.jpg) 
    -20251028053353.jpg) 
    -20251028052608.jpg) 
    -20251028052038.jpg) 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
আপনার মতামত লিখুন :