• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে দাফনের ৩ মাস পর ছাত্রীর লাশ উত্তোলন


FavIcon
গোপালগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৯, ০৭:৪৮ পিএম
গোপালগঞ্জে দাফনের ৩ মাস পর ছাত্রীর লাশ উত্তোলন

পুনরায় ময়না-তদন্তের জন্য গোপালগঞ্জে দাফনের প্রায় তিন মাস পর স্কুলছাত্রী লামিয়া ইসলামের (১২) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। লামিয়া সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সেনা সদস্য নূর ইসলামের মেয়ে ও রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার সকালে আদালতের নিদের্শে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহার উপস্থিতিতে লামিয়ার লাশটি উত্তোলন করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক ফতেহ মো. ইফতেখারুল আলম উপস্থিত ছিলেন। গত ০৭ জুন মায়ের সঙ্গে ডুমদিয়া থেকে একই উপজেলার তালা গ্রামে মামা বাড়িতে বেড়াতে যায় লামিয়া। পরের দিন ০৮ জুন সেখানে ঝুলন্ত অবস্থায় লামিয়ার লাশ পাওয়া যায়। লামিয়া আত্মহত্যা করেছে বলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে এ বিষয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।


Side banner
Link copied!