• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পায়ুপথে হেরোইন বহন, কারবারি গ্রেফতার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ১১:০৫ এএম
পায়ুপথে হেরোইন বহন, কারবারি গ্রেফতার

টাঙ্গাইলে পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচারকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জেলার মির্জাপুর উপজেলার গোড়াই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সইবুর রহমান (৬৬) রাজশাহীর দরগাপাড়া এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে। তিনি রাজশাহীর গোদাগাড়িতে হেরোইন পাচার করার জন্য পায়ুপথে বহন করছিলেন বলে জানায় র‌্যাব।

বুধবার সকালে র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার নাজমুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মিডিয়া অফিসার নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সইবুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে তাকে হেরোইনের ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সইবুর তার পায়ুপথে হেরোইন লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পায়ুপথে লুকিয়ে রাখা ৬৪ গ্রাম হেরোইন বের করা হয়। তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


Side banner
Link copied!