• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় রাজবাড়ীতে গ্রেপ্তার ২


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৪:২২ পিএম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় রাজবাড়ীতে গ্রেপ্তার ২

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংস হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাদের রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. ফরিদ আলী মোল্লা (৪২), তিনি সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের মোহাম্মদ আলী মোল্লার ছেলে এবং সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা (৫৮), তিনি একই ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত সুবল চন্দ্র সাহার ছেলে।জানা গেছে, বিগত বছরের ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টিঅ্যান্ডটি এলাকায় জমায়েত হন।তারা সেখানে মিছিল করতে থাকেন।

 

সে সময় এজাহারনামীয় ৪৪ জন আসামিসহ শতাধিক অজ্ঞাতনামা আসামি আগ্নেয়াস্ত্র ও দেশীয় পিস্তল, রিভলভার, বন্দুক, রামদা, হকিস্টিক, লোহার পাইপ, এসএস পাইপ, রড নিয়ে পূর্বপরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমণ করে। তারা এলোপাতাড়ি লাঠিপেটা ও ককটেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ শুরু করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সাধারণ জখমসহ গুরুতর জখম করে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একই বছরের ২৬ আগস্ট একটি মামলা করা হয়।রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ওই মামলার আসামি হিসেবে তার নির্দেশে থানার এসআই সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


Side banner
Link copied!