
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আগুনে পুড়েছে ছয়টি দোকান। গতকাল বৃহস্পতিবার (১ মে) রাত পৌনে ১২টায় উপজেলার মহিষখলা মাঝবাজারে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মুক্তার হোসেন বলেন, দোকান বন্ধ করে বাড়িতে ছিলাম। হঠাৎ করে ঘরের ভেতর আগুনের ধোঁয়া দেখে বাজারের পাহারাদার আমাকে ফোন দেয়, এসে দেখি মূহূর্তের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।তবে আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্টসার্কিট থেকে হতে পারে।
বাজারের আরেক ব্যবসায়ী মো. হযরত আলী বলেন, মধ্যনগরে ফায়ার সার্ভিস না থাকায় পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আসার পূর্বে ব্যবসায়ী, সাধারণ জনতা, জনপ্রতিনিধিরা আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মো. মুক্তার হোসেন, হেলাল মিয়া, মোবারক হোসেন, কলন্দর মিয়া, মিজানুর রহমান ও শাহজাহান।স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরনবী তালুকদার বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা উপজেলা প্রশাসনকে অবগত করেছি। পরে পার্শ্ববর্তী কলমাকান্দা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যাচ্ছে না।
আপনার মতামত লিখুন :