
আমি লুৎফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), দোয়ারাবাজার উপজেলা, সুনামগঞ্জ। সম্প্রতি কিছু গণমাধ্যমে “ছাতকে ঘুষের টাকা নিয়ে দুই পিআইওর হাতাহাতির অভিযোগ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে আমাকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আমি স্পষ্টভাবে জানাচ্ছি, ছাতক উপজেলার প্রকল্প সংক্রান্ত কোনো অনিয়ম বা ঘুষ কেলেঙ্কারির সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ছাতকের পিআইও কেএম মাহবুবুর রহমানের প্রশিক্ষণকালীন অনুপস্থিতিতে আমি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেছি মাত্র। এ সময় আমি পেশাদারিত্ব বজায় রেখে প্রকল্প কার্যক্রম তদারকি করেছি।
উক্ত সংবাদে আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর এবং আমার ব্যক্তিগত ও পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা। আমি এই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে যথাযথ সত্য যাচাই না করে এমন মনগড়া প্রতিবেদন প্রকাশ না করার আহ্বান জানাচ্ছি।
আমি আশা করি, সংশ্লিষ্ট গণমাধ্যম ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবে।
লুৎফুর রহমান
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)
দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
আপনার মতামত লিখুন :