• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২৬, ২০২৫, ১১:১০ এএম
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় খন্দকার আনিসুর রহমান (৫৫) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে সকালে ফরিদপুর শহরের আলীপুর রেল ক্রসিং এলাকায় ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন একটি অটোরিকশাকে ধাক্কা দিলে যাত্রী আনিসুর রহমান ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

নিহত আনিসুর রহমান ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর হয়ে যাওয়ার সময় আলীপুর রেল ক্রসিং এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার ভেতরে থাকা যাত্রী আনিসুর রহমান রেললাইনের পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মৃত্যু হয় তার।ট্রেনের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Side banner
Link copied!