• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

মাদারীপুর ১ আসনে প্রার্থিতা বাতিলের পর আলোচনায় সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৯:১০ পিএম
মাদারীপুর ১ আসনে প্রার্থিতা বাতিলের পর আলোচনায় সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী

শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীকে মাদারীপুর ১ আসনে মনোনয়ন দিলে কোন বিতর্ক থাকবে না বলে মনে করেন স্থানীয়রা। সম্প্রতি এই আসনে বিএনপির প্রার্থীতা বাতিল হলে নতুন করে আলোচনায় এসেছে আবু জাফর চৌধুরীর নাম!

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে বিএনপির রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গণে পথচলা শুরু হয় আবু জাফর চৌধুরীর। তার বড় ভাই মরহুম আবুল খায়ের চৌধুরী ছিলেন তৎকালীন জাতীয় পার্টির সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এক পর্যায়ে ছোট ভাই জাফর চৌধুরীর হাত ধরেই বিএনপিতে যোগ দেন তিনি। এবং সংসদ সদস্য নির্বাচিত হন। নব্বইয়ের দশকে আবু জাফর চৌধুরী শিবচর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। আওয়ামীলীগের শাসনামলে নানাভাবে নির্যাতিত হয়েছেন তিনি। হারিয়েছেন জায়গা-জমিও। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে নানা ভাবে কোণঠাসা হলেও বিএনপির রাজনীতিতে অবিচল ছিলেন তিনি। আপোষ করেননি কারও সাথে। ১৯৯২ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি ছিলেন শিবচর উপজেলা বিএনপির সভাপতি। তার সময়ে শিবচরের প্রতিটি ইউনিয়নসহ গ্রাম পর্যায়ে বিএনপি ছিল সুসংগঠিত। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তাকে নিয়ে শিবচরের রাজনীতিতে কোন বিতর্ক নেই বলে জানান স্থানীয়রা।

 

স্থানীয় নেতা-কর্মীরা বলেন,'আবু জাফর চৌধুরীই শিবচর উপজেলা বিএনপিকে দ্বার করিয়েছিলেন। তিনি যখন সভাপতির দায়িত্বে ছিলেন, তখন উপজেলার সকল ইউনিয়নের কমিটি ছিল দলের জন্য নিবেদিত এবং ত্যাগী নেতাকর্মী দ্বারা গঠিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলার শিকার হয়েছেন। আওয়ামীলীগের সাথে কখনোই আপোস করেননি। আওয়ামীলীগের স্থানীয় সাংসদের রোষানলে পড়ে হারিয়েছেন নিজের জায়গা-জমি। ক্ষতিগ্রস্থ হয়েছেন ব্যবসা-বাণিজ্যেও।'

 

স্থানীয়রা আরও বলেন,'আবু জাফর চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কোন রকম অভিযোগ দেখি নি। বিগত আওয়ামীলীগের সময়ে বিএনপির অনেক নেতাকর্মীকে আওয়ামীলীগের সাথে তালমিল করে চলতে দেখলে জাফর চৌধুরী ছিলেন নিজের নীতিতে অটল। আপোষহীন একজন নেতা। এই সৎ ও ত্যাগী নেতাকে মনোনয়ন দিলে শিবচরে বড় ধরণের পরিবর্তন আসবে বলে আমাদের বিশ্বাস। তিনি ছিলেন নির্যাতিতদের পাশে। দুর্দিনে ত্যাগ শিকার করা নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপিকে উজ্জীবিত করতে কাজ করে যাচ্ছেন।'

 

আবু জাফর চৌধুরী বলেন,'বিগত ১৭ বছরেও আমি মাঠে ছিলাম। কারো সাথে আপোষে যাইনি। ৫ তারিখের পর অনেকেই বিএনপি হয়ে যাচ্ছে, যাদের ফ্যাসিস্টদের আমলে খুঁজে পাওয়া যায়নি। 

তবে যারা প্রকৃত অর্থে বিএনপিকে ভালোবাসে আমি তাদের নিয়ে কাজ করে যাচ্ছি। দলের স্বার্থে সবসময় পাশে রয়েছি। আগামি সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে শিবচরে বিএনপির রাজনীতিতে বড় ধরণের পরিবর্তন আসবে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ১ আসনে ত্যাগী এই নেতাকে বিএনপি থেকে মনোনয়ন দিলে শিবচরে বড় ধরণের পরিবর্তন আসবে। বিএনপি পূর্বের ন্যায় সুসংগঠিত হবে বলে মনে করেন স্থানীয়রা।


Side banner
Link copied!