হবিগঞ্জের বাহুবল আলিফ সাবহান চৌধুরী সরকারি কলেজ ২ টি বিএনসিসি প্লাটুন উদ্ধোধন করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ (বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি)।
রবিবার দুপুর ১ টায় বাহুবল আলিফ সুবহান চৌধুরী সরকারি কলেজ প্রাঙ্গন এ অনুষ্ঠান হয়।
প্রথম ক্যাডেটরা গার্ড অব অনার প্রদান করে। পরে বেলুন উড়ানা, গাছ লাগানা, অফিস রুম উদ্ধোধন, আলাচনা সভায় যোগদান করেন।
আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ল্যাফটনট আমির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রফেসর সাদিকুর রহমান।
পরে একটি কেক কাটা হয়। ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ এখন বাংলাদেশকে সুন্দর করে সাজাতে হবে। সাজাতে হল ছাত্ররা এগিয়ে আসতে হবে। তাহলেই দেশ সুন্দর হবে।
আপনার মতামত লিখুন :