• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:৩১ পিএম
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সুজন মিয়া (৩৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


মো. ফারুক জানান, ওই ব্যক্তি কয়েদী হিসেবে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম সালমত মিয়া। 


Side banner
Link copied!