ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন কর্মকর্তাকে ঘিরে বহু কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নায়েব আলী খান।
বিশ্বস্ত একাধিক সূত্রের দাবি, ২০২২ সালের ১০ আগস্ট মুক্তাগাছায় দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন প্রকল্পে অনিয়মের প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে স্যানিটেশন, পায়খানা নির্মাণ, টিউবওয়েল স্থাপন, হাত-পাম্প স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভুয়া বিল-ভাউচার ও অসম্পূর্ণ কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন কিছু সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, বেশ কয়েকটি প্রকল্পে কাগজে-কলমে পূর্ণাঙ্গ কাজ দেখানো হলেও বাস্তবে সেই কাজের উল্লেখযোগ্য অংশ সম্পন্ন হয়নি। অভিযোগ উঠেছে—কিছু ঠিকাদারের সঙ্গে অস্বচ্ছ সমন্বয় করে প্রকল্পের বরাদ্দ থেকে বড় অঙ্কের অর্থ লোপাট করা হয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকায় এসব অনিয়ম নিয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। তারা দাবি করেন, দায়িত্ব পালনের কয়েক বছরের মধ্যেই নায়েব আলী খান অস্বাভাবিক পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, যা তাঁর আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাঁদের ধারণা।
দপ্তরের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁর জীবনযাত্রার মান, সম্পদের পরিমাণ ও দ্রুত আর্থিক সমৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে।
(বিস্তারিত ধারাবিক প্রতিবেদনের জন্য চোখ রাখুন)
আপনার মতামত লিখুন :