 
           
  
   
           
           বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খাঁন নিখিল ও তার পরিবার বর্গের পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী, দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার ( থ্রি পিস ও লুঙ্গি) ও খাদ্য ( নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, মুড়ি, খাজুর) সামগ্রী বিতরণ করা হয়।আজ শুক্রবার সকালে চাঁদপুরে মতলব উওর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সাবেক তিনটি ওয়ার্ডের ৭’শতাধিক পরিবারেরর মাঝে খান পরিবারের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খান পরিবারের পক্ষে কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব গোলাম রাব্বানী পাপ্পু, আবদুল হাকিম তানভীর, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মো: মেহেদী হাসান, মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, থানা যুবলীগ নেতা তাহাসিন আহমেদ, মুকুল পাটয়ারী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
     
     
     
     
     
     
     
     
     
     
    -20251028072532.jpg) 
     
    -20251028071207.jpg) 
     
    -20251028070115.jpg) 
    -20251028053353.jpg) 
    -20251028052608.jpg) 
    -20251028052038.jpg) 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    
আপনার মতামত লিখুন :