• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নথি গায়েবের অভিযোগে আইনজীবী কারাগারে


FavIcon
রাজবাড়ী প্রতিনিধিঃ
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২১, ০৯:০০ পিএম
নথি গায়েবের অভিযোগে আইনজীবী কারাগারে

রাজবাড়ীর আদালত থেকে নথি গায়েবের অভিযোগে দায়ের হওয়া মামলায় জেলা বার এর আইনজীবী সুদীপ্ত গুহ আশীষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষে বুধবার তিনি রাজবাড়ীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। এ সময় আদালতের বিচারক তারেক মঈনুল ইসলাম ভুইয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনজীবী সুদীপ্ত গুহ আশীষের বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামে।আদালত সূত্র জানায়, রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন একটি মাদক মাদক মামলার নথি গায়েবের অভিযোগে গত বছরের ৩০ অক্টোবর আদালতের পেশকার আব্দুল ওদুদ বাদী হয়ে সুদীপ্ত গুহ আশীষসহ তিনজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পরবর্তীতে ৪ অক্টোবর তারিখে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন সাধারণ সভা আহ্বান করে সর্ব সম্মতিক্রমে তার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। মামলা দায়েরের পর আইনজীবী সুদীপ্ত গুহ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর নিম্ন আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেছিলেন।রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানিয়েছেন, মামলারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত থাকবে।

 


Side banner
Link copied!