• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

সিরাজগঞ্জের সাবেক এমপি ও তার স্বামী লাবু র‌্যাবের হাতে গ্রেফতার


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ১১:০৮ এএম
সিরাজগঞ্জের সাবেক এমপি ও তার স্বামী লাবু র‌্যাবের হাতে গ্রেফতার

গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সিরাজগঞ্জ সদর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ-কামারখন্দ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর বর্ষিজোড়া এলাকা থেকে মো. দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯। দীর্ঘদিন ধরে তারা এই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

র‍্যার-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করে জানান, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তাঁর স্বামী মৌলভীবাজারের আত্মগোপনে আছেন এমন খবরে অভিযান চালায় র‍্যাব-৯ এর একটি বিশেষ দল।

এসময় থানা সদর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৫ আগস্ট সরকার পতনের পর তারা সিরাজগঞ্জ থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ তাঁরা মৌলভীবাজারে অবস্থান করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাব।


Side banner
Link copied!