• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৮:০৬ পিএম
দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
ছবি - সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়েছে। এক ভরি সবচেয়ে ভালো ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম রোববার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তেজাবি সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুসারে, এক ভরি ২২ ক্যারেট (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে ৯৩ হাজার ৪২৮ টাকায় উঠে গেছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে ৬৩ হাজার ৬৮৫ টাকা।

এর মাত্র এক সপ্তাহ আগে অর্থাৎ ৭ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৯০ হাজার টাকা ছাড়িয়ে যায়। এ সময় এক ভরি ২২ ক্যারেট সোনার দাম হয় ৯০ হাজার ৭৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির সোনার দাম হয় ৬১ হাজার ৮৭৭ টাকা।


Side banner
Link copied!